ক্রিকেট পাড়ার আলোচনায় ঘাঁসের তৈরী বিশ্বকাপ ট্রফি।

0
222
ছবিঃ ঘাঁসের তৈরী বিশ্বকাপ ট্রফি

 

ক্রিকেট পাড়ার আলোচনায় ঘাঁসের তৈরী বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ক্রিকেট’১৯ খুব কাছে।এই মাসের শেষেই বিশ্ব ক্রিকেটে ঝড় তুলবে ক্রিকেট জায়ান্টরা।এরই মধ্যে নানা হিসাব নিকাশ শুরু হয়ে গেছে।চলছে আলোচনা,চলছে সমালোচনা।বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই বলে দিচ্ছেন কোন দল চ্যাম্পিয়ন হবে।আবার অনেকেরই বাজির ঘোড়া কোন ক্রিকেটার বলছেন অকপটে।

যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রথম বার খেলতে এসেই আলোচনার জন্ম দেন।কালের পরিক্রমায় আফগানিস্তান গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপে অনেক পরিণত।বোমা আর বুলেটের ঝাঁঝালো গন্ধের মাঝে বিধ্বস্ত আফগানদের নিকট ক্রমশই জনপ্রিয় একটি খেলায় পরিণত হচ্ছে ক্রিকেট।

আর এরই মাঝে বিশ্ব ক্রিকেটে হৈচৈ ফেলে দিলেন আফগানিস্থানের এক তরুন।ঘাঁস দিয়ে বিশ্বকাপ ট্রপি বানিয়ে বিশ্ব ক্রিকেটে রীতিমত ব্যপক আলোচনার জন্ম দিলেন সেই যুবক।নিজের টুইটার একাউন্ট থেকে ঘাঁস দিয়ে তৈরী করা একটি বিশ্বকাপ ট্রফি’র ছবি প্রকাশ করেন আফগান এই তরুন।ছবিগুলো মুহুর্তের মধ্যেই খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়।প্রশংসা কুড়াতে থাকেন ক্রিকেট প্রেমীদের।

আইসিসি এক টুইট বার্তায় বলেন, “ট্রফিটা খুবই চমৎকার হয়েছে।এই ট্রফি যিনি তৈরী করেছেন আমরা তার পরিচয় জানতে চাই।”ক্রিকেট পাড়ার আলোচনায় ঘাঁসের তৈরী বিশ্বকাপ ট্রফি।

খোঁজ নিয়ে জানা যায় ঘাঁস দিয়ে যিনি ট্রফি টা বানিয়েছেন তার নাম সামি পাখতুন।তিনি ক্রিকেটকে ভালোবেসেই এই ট্রফি তৈরী করেন।

আরও পড়ুনঃ ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ> https://sonalikantha.com/পাকিস্তান-ভারত-মহাযুদ্ধ/

বিশ্বকাপে ব্রডকাস্টারের তালিকায় কোন কোন চ্যানেল থাকছে। যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।

জিটিভি, মাছরাঙা, বিটিভি এ চ্যানেল নাইন (বাংলাদেশ)।

স্টার স্পোর্টস নেওয়ার্ক ও দূরদর্শন (ভারত)।

মোভি টিভি (আফগানিস্তান)

ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া)

স্কাই স্পোর্টস, স্কাই গো, নাও টিভি (ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড)

স্কাই স্পোর্টস ও স্কাই গো (নিউজিল্যান্ড)

টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টস  (পাকিস্তান)

সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা, সাব-সাহারান, জিম্বাবুয়ে)

টেন স্পোর্টস, এসএলআরসি চ্যানেল (শ্রীলংকা)

ইএসপিএন (উইন্ডিয়ান ও ক্যারিবিয়ান আইল্যান্ড)।

এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্প্রচারে থাকছে ওএসওন চ্যানেল। উত্তর আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকবে ইএসপিএন ক্রিকেট।

টিভি ছাড়াও বিশ্বকাপ শুনতে পারবে রেডিওতে। বাংলাদেশের মধ্যে রেডিও স্বত্ব পেয়েছে বাংলাদেশ বেতার। এছাড়াও ডিজিটাল ভিডিও ক্লিপের ব্যবস্থা রেখেছে আইসিসি।যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।

ভারতের ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে হটস্টার। বাংলাদেশের মধ্যে পেয়েছে বঙ্গো বিডি।

হটস্টারে শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কাতেও পাওয়া যাবে।

তাছাড়া পাকিস্তানে ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে সনি লিভ।

অস্ট্রেলিয়ায় স্বত্ব পেয়েছে কায়ো লাইভ স্ট্রিম। ক্যারিবিয়ান সমর্থকরা দেখতে পারবেন ইএসপিএন প্লে এর মাধ্যমে।

মূল ম্যাচ ছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রচার করবে ভারতের প্রস্তুতি ম্যাচগুলো।

বিশ্বকাপের সকল আপডেট পেতে সোনালী কন্ঠের সাথে থাকুন।