মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ে জিতলো বাংলাদেশ।

0
198

মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ে জিতলো বাংলাদেশ। বহু নাটকীয়তা আর উত্তাপ ছড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে এশিয়া কাপের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের টাইগাররা।

  • গতকাল রাতে এশিয়া কাপের সুপার-৪ এর দুবাইয়ে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি ছিলো উত্তাপে ছড়ানোর ম্যাচ।

আফগানিস্তান ক্রিকেট দলের শেষ ওভারে দরকার ৮ রান।শেষ ওভারে কার হাতে বল তুলে দেবেন এই নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেলেও পরে অবশ্য মাশরাফি ভরসা করেছিলেন বাংলাদেশের কাটার মাষ্টার কারও মতে বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান।তাই শেষ ওভারের দায়িত্ব তুলে মোস্তাফিজ এর হাতে।অর্থ্যাৎ গোটা ম্যাচটাই যে মাশরাফি তুলে দিলেন মোস্তাফিজ এর হাতে।

মোস্তাফিজ যখন বল করতে আসেন তখন আফগানদের দরকার ৬ বলে ৮ রান।প্রথম বলে রশিদ খান এক্সট্রা কাভারে ব্যাট চালিয়ে তুলে নেন দুই রান।তখন মোস্তাফিজ ও টিম বাংলাদেশ সেই সাথে দর্শকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়।এই বুঝি ম্যাচটাই হারতে বসলো বাংলাদেশ।মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ে জিতলো বাংলাদেশ।

  • পরবর্তি বলেই চমক নিয়ে হাজির বিস্ময় বালক মোস্তাফিজ। দ্বিতীয় বলে নিজের বলে নিজেই ফিল্ডিং করে রশিদ খানকে সাজঘরে ফিরিয়ে পুরো ম্যাচের অনেকটাই নিয়ন্ত্রন চলে আসে বাংলাদেশের হাতে।

রশিদ যখন সাজঘরে ফিরে যান তখন স্কোরবোর্ডে ৪ বলে ৬ রান লাগে আফগানদের।দুই দলেই তখন দুশ্চিন্তা। ক্রিজে ব্যাট হাতে তখন সামিউল্লাহ।তৃতীয় বলে এক রান নিয়ে ব্যবধান কমালো আফগান ব্যাটসম্যান। তিন বলে দরকার পাঁচ রান।৪র্থ বলে আফগান ব্যাটসম্যানকে পরাস্ত করে ডট বল দেন মোস্তাফিজ। তখন রান দরকার ২ বলে ৫ রান।পঞ্চম বলে ১ রান নিয়ে শেষ বলে ৪ রানের টার্গেটে পড়ে আফগানরা।

  • শেষ বল।স্ট্রাইকে আছেন সামিউল্লাহ শেনওয়ারি।তরুন মোস্তাফিজ তখন কিছুটা হলেও ভয়ে। সাহস নিয়ে বল করতে এগিয়ে আসেন মোস্তফিজ। মোস্তাফিজের শেষ বল ব্যাটেই লাগাতে পারেননি আফগান ব্যাটসম্যান সামিউল্লাহ। ততক্ষণে বাংলাদেশের খেলোয়াড়,দর্শকদের মধ্যে আনন্দের বন্যা।বিস্ময় বালক মোস্তাফিজ এর বিস্ময়কর বোলিংয়ে বাংলাদেশ ৩ রানে হারালো আফগানিস্তান ক্রিকেট দলকে।

মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ে জিতলো বাংলাদেশ। মোস্তাফিজ এর হাতেই নিরাপদ ছিলো বাংলাদেশের বিজয় মাশরাফির সেই আত্মবিশ্বাস অবশেষে বাস্তবে পরিণত করলেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ বিশ্বের সেরা পাঁচে মুশফিকুর রহিম। https://sonalikantha.com/বিশ্বের-সেরা-পাঁচে-মুশফি/

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাসরাফি বিন মুর্তজা বলেন, “ম্যাচের শেষ প্রান্তে যেন ম্যাজিশিয়ান মোস্তাফিজকে পেলো বাংলাদেশ ক্রিকেট টিম।”