
১৪ মে ২০১৯,স্পোর্টস ডেস্ক,সোনালী কন্ঠঃ আইসিসির জরিপে বিজয়ী হলো বাংলাদেশের টাইগাররা। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে, মাশরাফি,মাহমুদউল্লাহ,মুসফিক,সাকিব,তামিম,রুবেল দের পারফর্ম ছিলো বিশ্ব ক্রিকেটে আরও পরিণত ও দক্ষ। একাদশ আসরের সেই বিশ্বকাপে মাহমুদউল্লাহর নজরকাড়া পারফর্মেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।রুবেল হোসেনের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয়েছিলো শক্তিশালী প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।
মাশরাফি বিন মর্তুজার সামনে থেকে দেওয়া নেতৃত্ব ও তরুন ক্রিকেটারদের অভিভাবকের মত আগলে রাখার প্রশংসাও কম নয়।

গত আসরের কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের দৃষ্টিনন্দন পারফরম্যান্স নিয়ে বিশ্ববাসীও মুগ্ধ।তার প্রমাণ হলো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা – আইসিসি’র অফিশিয়ালআইসিসির জরিপে বিজয়ী হলো বাংলাদেশের টাইগাররা ফেসবুক পেজে বাংলাদেশের স্মরণীয় মুহুর্ত নিয়ে উন্মুক্ত প্রতিযোগিতায় দর্শকদের রায়ে।
আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোল খোলা হয়।যেখানে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির একটি উইনিং সিক্স এবং সাথে গত ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর ম্যাচের বিজয়ের মুহুর্ত দুটির মধ্যে সেরা অপশন বেছে নিতে বলা হয় দর্শক মহলকে।ধোনির ছক্কা হাঁকানোর দৃশ্য অথবা টাইগারদের বিজয়ের মুহুর্ত যেখানে বেশি ভোট পড়বে তা বিজয় ঘোষণা করা হবে।

আজকে পোল ভোট দেওয়ার সময় শেষ হয়।আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজ এর এই জরিপের চুড়ান্ত ফলাফলে দেখা যায় বাংলাদেশের টাইগারদেন বিজয়োল্লাস এর দৃশ্যটি সর্বাধিক ৬২% ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়।আর ধোনি’র ছক্কা হাঁকানোর দৃশ্যটি ৪২% ভাগ সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়।
বাংলাদেশী টাইগাররা অয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ত্রিদেশীয় কাপে ফাইনাল খেলার যোগ্যতা অর্জনের পরদিনই আরও একটি খুশির সংবাদে ক্রিকেটার ছাড়াও খুশি দর্শক মহলও।আইসিসির জরিপে বিজয়ী হলো বাংলাদেশের টাইগাররা।
২০১৯ ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠিতব্য আইসিসি দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের চুড়ান্ত লড়াইয়ের আগে এমন জরিপে এগিয়ে থাকা নিঃসন্দেহে টাইগার ক্রিকেটার ও দর্শক মহলের অনুপ্রেরণা যোগাবে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল – আইসিসির অফিসিয়াল অয়েবসাইটে এই প্রতিযোগিতা টি পুনরায় ভোটে দেওয়া হয়েছে।সেখানে দেখা যায় ১৪ মে ২০১৯ মঙ্গলবার সর্বশেষ বাংলাদেশের বিজয়োল্লাস এর ভিডিও চিত্র ৫১% ভাগ পেয়ে এগিয়ে রয়েছে।ভারতীয় ক্রিকেটের ধোনির ছক্কা হাঁকানোর দৃশ্যটি ৪৯% ভাগ ভোট পেয়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিলো।
এদিকে আইসিসি অফিশিয়াল ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে প্রতিদিন অতীতের মুহুর্ত নিয়ে জরিপ অনুষ্ঠিত হবে,সবাইকে প্রতিদিন ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুনঃ বাংলাদেশের ক্রিকেট নিয়ে যা বললেন শেওয়াগ। > https://sonalikantha.com/বাংলাদেশ-ক্রিকেট-নিয়ে-যা/
২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলার পরও বিতর্কিত আম্পায়ারিং এর শিকার হয়ে অপ্রত্যাশিত হার নিয়ে দেশে ফেরত আসতে হয় টাইগারদের।আইসিসির জরিপে বিজয়ী হলো বাংলাদেশের টাইগাররা।