
আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কে এগিয়ে? ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানেই চরম উত্তেজনাকর পরিবেশ।চির প্রতিদন্ধী এই দুই দলের খেলা হলেই দুই দলের অনুসারীদের জন্য ফুটবল যুদ্ধ।মাঠেও চলে ফুটবল এর দুই পরাশক্তির হাড্ডাহাড্ডি লড়াই।দুই দলের খেলা মানেই রোমাঞ্চ,শিহরণ,উত্তেজনা।
আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম মুখোমুখি হয়ত ১৯১৪ সালে।এখন পর্যন্ত দল দুইটি ১০৮ টি ম্যাচ মুখোমুখি হয়েছে।যার মধ্যে রয়েছে প্রীতি ম্যাচ,বিশ্বকাপ এর ম্যাচ এবং অন্যান্য দাপ্তরিক ম্যাচ।এই ১০৮ টি ম্যাচের মধ্যে ৩৯ টি তে জয় পেয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিল জয় পেয়েছে ৪৪ টি ম্যাচ।বাকি ২৫ টি ড্র হয়েছে।
দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত গোল হয়েছে ৩৩৫ টি।যার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার জালে বল ফেলেছে ১৬৮ বার।আর আর্জেন্টিনা ব্রাজিলের জালে বল ফেলেছে ১৮৭ বার।আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কে এগিয়ে?
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ১০ স্মার্ট ক্রিকেটার। https://sonalikantha.com/বিশ্বের-সবচেয়ে-১০-হ্যান্/
দুই দলের প্রথম মুখোমুখিতে ১৯১৪ সালে ব্রাজিলকে ৩-০ গোলের ব্যাবধানে হারায় আর্জেন্টিনা।
লিওনেল মেসির যত রেকর্ড।
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল এবং স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার অধিনায়ক।পেলে ম্যারাডোনার পরই বলা হয় লিওনেল মেসির অবস্থান।
- লা লিগায় মেসির সর্বোচ্চ গোল সংখ্যা ২৫৩। তেলমো সারবার আগের ২৫১ গোল ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
- চ্যাম্পিয়নস লীগে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক ৭টি হ্যাট্টিকের মালিক মেসি।
- চ্যাম্পিয়নস লীগে গ্রুফ পর্বে সর্বোচ্চ ৬০ গোল করেন মেসি।
- চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলতে সর্বোচ্চ ২১ গোল মেসির।
- সবচেয়ে বেশি বর্সসেরা ফুটবলার এর পাঁচ বার ব্যালন ডি অর পুরষ্কার বিজয়ীী লিওনেল মেসি।
- লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ৩৬০ গোলের মালিক মেসি।
- ২০১১-১২ সিজনে ৫০টি গোল।যা লীগে এক মৌসুমে কোন ফুটবলারের সর্বোচ্চ গোল।
- ২০১২ সালে এক বছরে সর্বোচ্চ ৭৯ টি গোল।আর্জেন্টিনা দলের গোল সংখ্যা সহ সর্বমোট ৯১ টি।যা সর্বোচ্চ রেকর্ড।আর এই রেকর্ড এর মালিক লিওনেল মেসি।
- ক্লাবের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলার লিওনেল মেসি। ২৯ টি শিরোপা জয়ের অংশীদার তিনি।
- আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বকালের সেরা গোলদাতা লিওনেল মেসি। তিনি ৬১ টি গোল করেন।
এত রেকর্ডের ভিড়ে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে পারলেননা এই ফুটবল জাদুকর।লিওনেল মেসি অরেকের মতে সর্বকালের সেরা ফুটবলার। অরেকেই বলেন ভিন গ্রহের ফুটবলার।কিন্তু সকল বিতর্কের উর্ধ্বে উঠে সবার নিকট সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠতো মেসি যদি বিশ্বকাপ নিজের ঘরে তুলতে পারতেন।