চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।

0
318
চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।

 চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।   সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় বিয়ে বাড়িতে ঘটে গেলো আলোচিত এক ঘটনা।

বরের প্লেটে চিংড়ি মাছ না আসায় বর এর দুর্ব্যবহারেে অবাক সবাই।শুধু দুর্ব্যবহার নয় বিচ্ছেদ এর স্বিদ্বান্ত নেয় বর।

চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।  এই ঘটনার পর কনের বাবা কনে কে বরের বাড়িতে যেতে দিতে অস্বীকৃতি জানায়।

পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সাল্লিশি বৈঠক হয় দুই পরিবারের মধ্যে।

সাল্লিশে স্বীদ্ধান্ত হয় বর বিয়ে বাড়িতে বিশৃঙ্খলা করার অপরাধে তিন লক্ষ টাকা কনের একাউন্টে জমা করে তারপর কনেকে বাড়িতে তুলবে।এবং কখনও এই টাকা কনের নিকট দাবি করতে পারবেনা।

তিন লক্ষ টাকা বাদে দেনমোহর ৭ লক্ষ টাকা বহাল থাকবে।

আরও পড়ুনঃ মায়ের কোলে চড়ে স্বপ্ন জয়

পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই।মায়ের ভালোবাসা,পরিশ্রম,ত্যাগ সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।একমাত্র মা হচ্ছেন সন্তানের সবচেয়ে আপনজন।পৃথিবীতে বাব,ভাই,বোন,স্ত্রী ভূলে যায় কিন্তু কখনও সন্তান ছেড়ে যায়না।

তেমনি মায়ের ভালোবাসা,মায়ের দায়িত্বের এক উজ্জল দৃষ্টান্ত মিডিয়ার মাধ্যমে আমরা কিছুদিন আগে দেখলাম।

হৃদয় সরকার নামের নেত্রকোনার এক প্রতিবন্ধী ছেলেকে কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসেন মা।ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সেই মায়ের কোলের প্রতিবন্ধী ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো।চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।

আরও পড়ুনঃ অতিরিক্ত রাত জাগা হতে পারে মৃত্যুর কারন।> https://sonalikantha.com/অতিরিক্ত-রাত-জাগা-হতে-পার/

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফলে তিনি ‘খ’ ইউনিট থেকে ৩৭৪০ তম হয়েছেন।চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।

আরও পড়ুনঃ যৌন ক্ষমতা কেমন জানা যাবে রক্তের গ্রুপে। > https://sonalikantha.com/আপনার-যৌন-ক্ষমতা-কেমন-বলব/

সবার সাথে উন্মুক্ত প্রযোগীতায় উত্তীর্ণ হলেও প্রতিবন্ধী কোটায় ভালো সাবজেক্টে ভর্তির সুযোগ পাবেন হৃদয় সরকার।

পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই।মায়ের ভালোবাসা,পরিশ্রম,ত্যাগ সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।একমাত্র মা হচ্ছেন সন্তানের সবচেয়ে আপনজন।পৃথিবীতে বাব,ভাই,বোন,স্ত্রী ভূলে যায় কিন্তু কখনও সন্তান ছেড়ে যায়না।

তেমনি মায়ের ভালোবাসা,মায়ের দায়িত্বের এক উজ্জল দৃষ্টান্ত মিডিয়ার মাধ্যমে আমরা কিছুদিন আগে দেখলাম।

হৃদয় সরকার নামের নেত্রকোনার এক প্রতিবন্ধী ছেলেকে কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসেন মা।ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সেই মায়ের কোলের প্রতিবন্ধী ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো।চট্টগ্রামে বিয়ে বাড়ির বরের ৩ লক্ষ টাকা জরিমানা।