
মাশরাফিকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারদের উক্তি। বাংলাদেশ ফেরিয়ে বিশ্ব ক্রিকেটে সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্য বদলে দেওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা’র।মাশরাফিকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারদের উক্তি
বার বার ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেলেও ইনজুরির সাথে লড়াই করে দলে ফিরে আসেন ক্রিকেট সেনসেশন মাশরাফি।মাশরাফিকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারদের উক্তি।
যেখানে অন্য ফাস্ট বোলাররা দুই বারের ইনজুরিতেই খেলার আশা ছেড়ে দেন সেখানে ৭ বার হাঁটুর অস্ত্রোপচার করে ক্রিকেটে স্বরুপে ফেরেন মাশরাফি বিন মরতুজা।
তাই মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে বিশ্ব ক্রিকেটের লিজেন্ডদের বক্তব্যগুলো দেওয়া হলোঃ
ব্রায়ান লারাঃ আমার দূর্ভাগ্য মাশরাফির সাথে একই টিমে খেলতে পারিনি।
গ্লেন ম্যাকগ্রাঃ পৃথিবীতে দুই ধরনের বোলার আছে,এক মাশরাফি দুই বাকি সব বোলার।
আমিনুল ইসলাম বুলবুলঃ আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে জন্মেছি।
নাসের হোসাইনঃ নেতা,মানুষ আর খেলোয়াড় এই তিনটি শব্দ যোগ করলে হয় মাশরাফি,মাশরাফির মত এমন ক্রিকেটার বিশ্ব আর দেখেনি।
আরও পড়ুনঃ আলোচনায় ঘাঁসের তৈরী বিশ্বকাপ। > https://sonalikantha.com/আইসিসির-জরিপে-বিজয়ী-হলো-ব/
মাশরাফিকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারদের উক্তি।
আরও পড়ুনঃ বাংলাদেশ নিয়ে শেওয়াগের মন্তব্য।
বিরেন্দ্র শেওয়াগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কট্টর সমালোচক হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিত বিরেন্দ্র শেওয়াগ।বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারনে টাইগার সমর্থকদের কাছে খলনায়ক শেওয়াগ।
গতকাল পাকিস্তার ক্রিকেট টিমের বিপক্ষে বাংলাদেশের বিজয় নিয় টুইট করেন ভারতীয় সাবেক এই ব্যাটসম্যান।
বাংলাদেশের তরুন তুর্কিদের প্রশংসা করে শেওয়াগ বলেন, ‘ কোন দলই এখন আর আন্ডার ডগ নই।তোমরা যা চেয়েছিলে তা হলো না।
অনেকেই ভারত পাকিস্তান ফাইনালের চুড়ান্ত আশা করেছেন কিন্তু বাংলাদেশ নিজেদের দিনে খুব চমৎকার খেলেছেন।মুশফিকুর,মিঠুন,মোস্তাফিজুর,মাহমুদুল্লাহ এবং মেহেদি দুর্দান্ত পারফরমেন্স করেছেন।”
বিরেন্দ্র শেওয়াগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কট্টর সমালোচক হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিত বিরেন্দ্র শেওয়াগ।বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারনে টাইগার সমর্থকদের কাছে খলনায়ক শেওয়াগ।