
স্পোর্টস ডেস্ক,সোনালী কন্ঠঃ যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। মাত্র ৮ দিন পরেই উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের বড় আসর ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর পর্দা।ক্রিকেট দুনিয়ায় প্রায় ৩শ কোটি মানুষের চোখ এখন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ঘনিয়ে আসা সময়ের দিকে।
আসরের ১০টি দল ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। নিজেদের সেরা খেলার লড়াইয়ে সব দল এখন ব্যস্ত সময় পার করছেন। খতিয়ে দেখছেন নিজেদের দূর্বল পয়েন্টগুলো।আসুন জেনে নিই।।
দল নিয়ে এত এত বিশ্লেষণ হলেও এবার জানবার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই বৃহৎ আসরের ক্রিকেট ম্যাচগুলোর সম্প্রচারের জন্য কোন কোন চ্যানেল সেই দায়িত্ব পালন করছে সেটার!
গতবারের মত এবারো আইসিসির অফিসিয়াল ক্রিকেট স্বত্ব স্টার স্পোর্টস।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি প্রকাশ করেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ব্রডকাস্ট তালিকা। বাংলাদেশে ক্রিকেট ব্রডকাস্টের জন্য স্বত্ব পেয়েছে জিটিভি, মাছরাঙ্গা, বিটিভি ও চ্যানেল নাইন । অনলাইনে দেখা যাবে র্র্যাবিটহোল বিডিতে।
যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।
বিভিন্ন দেশে দেখা যাবে ক্রিকেটের বড় আসরটি। এরই মধ্যে আইসিসি প্রকাশ করেছে কোন দেশের কোন কোন চ্যানেলে ব্রডকাস্ট করা হবে ম্যাচগুলো। এর মধ্যে বাংলাদেশের ৪টি টিভি চ্যানেল থাকছে সম্প্রচারের দায়িত্বে এবং সাথে থাকছে রেডিও বার্তায় বাংলাদেশ বেতার। যেখানে বাংলাদেশের ১৮ কোটি মানুষের চোখ এবং কান থাকবে যথাক্রমে এই চ্যানেল ও বেতারের দিকে।
আরও পড়ুনঃ আইসিসির সেরা মুহুর্ত প্রতিযোগিতায় বিজয়ী হলো বাংলাদেশে।> https://sonalikantha.com/আইসিসির-জরিপে-বিজয়ী-হলো-ব/
বিশ্বকাপে ব্রডকাস্টারের তালিকায় কোন কোন চ্যানেল থাকছে। যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।
জিটিভি, মাছরাঙা, বিটিভি এ চ্যানেল নাইন (বাংলাদেশ)।
স্টার স্পোর্টস নেওয়ার্ক ও দূরদর্শন (ভারত)।
মোভি টিভি (আফগানিস্তান)
ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া)
স্কাই স্পোর্টস, স্কাই গো, নাও টিভি (ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড)
স্কাই স্পোর্টস ও স্কাই গো (নিউজিল্যান্ড)
টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টস (পাকিস্তান)
সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা, সাব-সাহারান, জিম্বাবুয়ে)
টেন স্পোর্টস, এসএলআরসি চ্যানেল (শ্রীলংকা)
ইএসপিএন (উইন্ডিয়ান ও ক্যারিবিয়ান আইল্যান্ড)।
এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্প্রচারে থাকছে ওএসওন চ্যানেল। উত্তর আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকবে ইএসপিএন ক্রিকেট।
টিভি ছাড়াও বিশ্বকাপ শুনতে পারবে রেডিওতে। বাংলাদেশের মধ্যে রেডিও স্বত্ব পেয়েছে বাংলাদেশ বেতার। এছাড়াও ডিজিটাল ভিডিও ক্লিপের ব্যবস্থা রেখেছে আইসিসি।যেসব চ্যানেলে সম্প্রচার হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ।
ভারতের ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে হটস্টার। বাংলাদেশের মধ্যে পেয়েছে বঙ্গো বিডি।
হটস্টারে শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কাতেও পাওয়া যাবে।
তাছাড়া পাকিস্তানে ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে সনি লিভ।
অস্ট্রেলিয়ায় স্বত্ব পেয়েছে কায়ো লাইভ স্ট্রিম। ক্যারিবিয়ান সমর্থকরা দেখতে পারবেন ইএসপিএন প্লে এর মাধ্যমে।
মূল ম্যাচ ছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রচার করবে ভারতের প্রস্তুতি ম্যাচগুলো।
বিশ্বকাপের সকল আপডেট পেতে সোনালী কন্ঠের সাথে থাকুন।