গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে!

0
305
গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে!
গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে!

গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে! আর কিছুদিন পরেই আসছে কুরবানির ঈদ।কুরবানির ঈদ কে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতারা গরু কেনাবেচার জন্য হাটে যাচ্ছে্ন।

হাটে গিয়ে কুরবানির গরু কেনা্র মজাই আলাদা।কিন্তু কিনতে গেলেও আপনাকে যেনতেন হাটে গেলে চলবেনা।সচেতনভাবে যেতে হবে।এবং সেই সাথে সাবধান থাকতে  হবে কিছু বিষয়ে।

বিষয়গুলো হলোঃ

হাটে যাবার সময় একা নয় বরং কাউকে সাথে নিন।যেকোন বিপদে সে আপনাকে সাহায্য করতে পারবে।

হাটে যাবার সময় দেখে নিন টাকা পয়সা ঠিকঠাকভাবে নিয়েছেন কিনা।কারন টাকা ফেলে গেলে আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হবে।এতে বাড়তি ঝামেলা।

মোবাইল ব্যাংকিং এ সচেতন থাকুন।তাড়াহুড়া করে অন্য কোন একাউন্টে যেন টাকা না যায় খেয়াল করে ব্যালেন্স ট্রান্সফার করুন।

নগদ টাকা নিলে তা এক্জনের কাছে নয় সাথে যারা থাকবে তাদের মাঝে ভাগাভাগী করে রাখুন।টাকার ব্যাগ,মোবাইল ব্যাগ সাবধানে রাখুন।

পানি,স্যালাইন সাথে নিন।ছাতা নিতেও ভুলবেননা।রোদ-বৃষ্টিতে এটা আপনাকে সু্রক্ষা দিবে।

গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে! কোরবানির হাটে টাকা পয়সা লেনদেনে সাবধান থাকুন।জাল টাকা ছেড়া টাকা নিচ্ছেন কিনা দেখে নিন ভালোম করে।

দালাল চক্রের ব্যাপারে সাবধান থাকুন।তাদের খপ্পরে যেন না পড়েন সে ব্যপারে সাবধান থাকুন।

হাটে যাবার সময় প্লাস্টিকের জুতা পড়ে যান।তাহলে পায়ে গোবর বা ময়লা লাগবেনা।গরুর হাটে গেলে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে!

হাটে গিয়ে কোরবানি্র পশু থেকে নিরাপদ থাকুন।আর কোন পশু য্দি ছুটে যায় তবে ভয়ে দৌড়াবেননা।বরং আশপাশের লোকদের সহায়তা নিন।

আরও পড়ুনঃ চার লক্ষাধিক মানুষের গণভোজ দিয়ে ইতিহাস। <> https://sonalikantha.com/চার-লক্ষাধিক-মানুষের-গণভ/

হাটে যাবার সময় মোটা বা ভারি কাপড় নয়।বরং হালকা পোষাক পড়ে যান যেন গরম কম লগে।

আবহাওয়া বুঝে হাটে যান।রোদ থেকে সামান্য রক্ষা পেতে সকাল সকাল হাটে যান।

হাটে যাবার বাসা থেকে ভালোভাবে খেয়ে সুস্থ শরীরে হাটে যান।শারীরিক কোন সমস্যা;যেমন প্রেশা্র ,হৃদরো্‌গ,ডায়াবেটিস থাকলে প্রয়োহনীয় ঔষধ খেয়ে এবং সাথে নিয়ে বের হন।

হাটে থেকে ফিরে হাত পা ভালো করে স্যাভলন বা ডেটল দিয়ে ধুয়ে ফেলুন।