মো: সুজন মাহমুদ , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
বিস্তীর্ণ ঝাউবাগান, নদীর প্রবাহ, আর সমুদ্রের ঢেউয়ের সুর—এর মাঝে রয়েছে এক অসাধারণ লীলাভূমি, পটুয়াখালীর রাঙ্গাবালীর চর হেয়ার। এখানে অতিথি পাখির ডানার ঝাপটা, লাল কাঁকড়ার ছুটোছুটি, আর সাগরের নীল জলরাশি যেন এক স্বপ্নপুরী তৈরি করেছে। দ্বীপটির সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
তিনদিকে নদী আর একদিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষা এই দ্বীপ স্থানীয়দের কাছে ‘চর হেয়ার’ নামে পরিচিত। গুগল ম্যাপে এটি পাওয়া যায় ‘হেয়ার আইল্যান্ড’ নামে। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। ডিম্বাকৃতির এই দ্বীপটি যে কোনো পর্যটকের মনে রোমাঞ্চ জাগিয়ে তুলবে।
সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পাশাপাশি এখানে দেখা যায় সাদা বক, বালিহাঁস, পানকৌড়ি এবং গাংচিলসহ নানা পাখি। সৈকতে ছোটাছুটি করা লাল কাঁকড়া এবং মাঝে মাঝে দেখা মেলে বন্য হরিণেরও। সব মিলিয়ে এটি একটি অনন্য প্রাকৃতিক পরিবেশের ঠিকানা।
পর্যটনের সম্ভাবনা
হেয়ার আইল্যান্ডের সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি কেড়েছে। এটি দেশের নতুন পর্যটন কেন্দ্র হতে পারে বলে পর্যটকরা মনে করছেন। পরিকল্পিত উন্নয়ন এবং সরকারি উদ্যোগ থাকলে এটি কক্সবাজার বা কুয়াকাটার মতো জনপ্রিয় গন্তব্য হতে পারে। থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড বা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো সাজানো সম্ভব এই দ্বীপকে।
এ দ্বীপ ছাড়াও রাঙ্গাবালী উপজেলার সোনারচর, জাহাজমারা ও তুফানিয়া পর্যটন জোন হিসেবে গড়ে তুললে দেশি-বিদেশি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করা যাবে।
হেয়ার আইল্যান্ডে যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ। ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চে চরমোন্তাজে পৌঁছে স্পিডবোট বা ট্রলারে দ্বীপে যাওয়া যায়। রাঙ্গাবালী থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার, আর চরমোন্তাজ থেকে মাত্র ৫ কিলোমিটার।
দ্বীপে থাকার জন্য তাঁবুতে রাত যাপনের অনুমতি নিতে হবে উপজেলা প্রশাসনের কাছ থেকে। সোনারচর ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাঁবুর ব্যবস্থা করা সম্ভব। খাবারের জন্যও তাদের সাহায্য নেওয়া যেতে পারে।
দ্বীপে মোবাইল নেটওয়ার্ক, টিউবওয়েল, শৌচাগারসহ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে পরিবেশ রক্ষার্থে পলিথিন বা প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। আবহাওয়ার পূর্বাভাস ও নিরাপত্তার জন্য রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হেয়ার আইল্যান্ডসহ এই অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..