সুজন চক্রবর্তী ;
ভারত প্রতিনিধিঃ ব্যাটারী চালিত ই- রিক্সা চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১ জনের। মৃত ব্যক্তির নাম সুমন সরকার (৩৫) তাঁর বাড়ি ভারতের ত্রিপুরার আগরতলার রাজনগর এলাকায়। জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার (১০ অক্টোবর ) সকালে ই_ রিক্সা নিয়ে বেরিয়ে ছিলেন ওই ব্যক্তি। দুপুরে বাড়িতে খাবার খেতে এসে ই- রিক্সাটি চাজে বসাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।