সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণ ও সিগারেট চুরির অভিযোগে অভিযোগে দুই চোর কে আটক করেছে।
আইনে প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ। গত রোববার ১৯ অক্টোবর রাত ১১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড কেয়াইন গ্রামের বটতলা ব্রিজের ঢাল হতে মোঃ ফজলে রাব্বি সাদেকুল (২৩) ও রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় রাস্তার উপর হতে সিগারেট চোর ইমন শেখ (২৪)কে আটক করেন।
আসামীরা হলেন স্বর্ণচোর মোঃ ফজলে রাব্বি সাদেকুল (২৩)স্বর্ণচোর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাতকাই গ্রামের মৃত ইউসুফ মন্ডল ছেলে,সিগারেট চোর ইমন শেখ (২৪) সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মৃত: আবুল শেখের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড কেয়াইন গ্রামের বটতলা ব্রিজের ঢাল হতে স্বর্ণচোর মোঃ ফজলে রাব্বি সাদেকুল (২৩) ও রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় রাস্তার উপর অভিযান চালিয়ে সিগারেট চোর ইমন শেখ (২৪)কে আটক করি।
আইনে প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।