×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৫ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সচিব মোঃ আব্দুর রহমান তরফদার বলেছেন, “বর্তমান প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বে প্রতিযোগিতার ময়দানে টিকে থাকা সম্ভব নয়। চাকরির ক্ষেত্রেও এখন কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের সন্তানদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনে দক্ষতা অর্জনের দিকেও মনোযোগী হতে হবে। এজন্য কম্পিউটার, প্রযুক্তি ও বিভিন্ন টেকনিক্যাল শিক্ষার দিকে ধাবিত হতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে লেখাপড়ায় মনোযোগ দিলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ এলাকার  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া আইডিয়েল একাডেমির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাটপাড়া আইডিয়েল একাডেমির সভাপতি দিপক দেবের সভাপতিত্বে 
প্রধান শিক্ষক কাজী আবু সাইদ এর  সঞ্চালনায় 
পিএসসি সচিব আব্দুর রহমান তরফদার আরও বলেন, আমরা এমন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে যোগ্যতা, সততা ও দক্ষতাই হবে নিয়োগ ও নেতৃত্বের মূল ভিত্তি। সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমি চাই, সিলেট বিভাগের শিক্ষিত ও মেধাবী তরুণরা রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আরও বেশি ভূমিকা রাখুক। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমার সামর্থ্য ও অবস্থান অনুযায়ী চুনারুঘাট ও হবিগঞ্জ অঞ্চলের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। সংবর্ধনা অনুষ্ঠাঅনুষ্ঠানের শুরুতে নবম শ্রেণির ছাত্রী ইরিন আক্তার মানপত্র পাঠ করেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাবিবা আক্তার মোহনা ও দীপু দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত জালাল,
হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শওকত হোসেন রিপন, চুনারুঘাট থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম, এডভোকেট আব্দুস সবুর তরফদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছালেহ মোহাম্মদ শফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করিম। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat