×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ৯ বার পঠিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:


নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুমের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও নারী উদ্যোক্তা তাসলিমা জাহান (৩০) পত্নীতলা থানার অফিসার ইনচার্জ বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি আমলে নিয়ে থানা মামলা হিসেবে রুজু করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ব্যবসা-সংক্রান্ত একটি বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা মাসুমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাসলিমা জাহানের কাছে ৭০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নানাভাবে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী তাসলিমা জাহান জানান, একটি পারিবারিক জমি-বিরোধের জেরে প্রতিপক্ষরা আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। মাসুমসহ কয়েকজন ব্যক্তি ফোন করে টাকা দাবি করেছে এবং টাকা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করেও কোনো সমাধান আসেনি। গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে অভিযুক্তরা আমার বাড়ির সামনে এসে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

তাসলিমা জাহান আরও দাবি করেন, এরা পূর্বপরিকল্পিতভাবে আমার ব্যবসা ও পারিবারিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি আইনগত সহায়তা চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযুক্ত বিএনপি নেতা মাসুমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নজিপুর এলাকায় ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই নারী উদ্যোক্তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat