×
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১৬ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল হোসেনের বিরুদ্ধে সাংবাদিকের কাজে বাধা সৃষ্টি ও ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সবুজ হোসেন গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে “নওগাঁয় বদলগাছীতে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতি” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের পরদিন (২০ অক্টোবর) তিনি মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্থলপরিদর্শন, ভিডিও ধারণ ও স্থানীয়দের মতামত নিতে গেলে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রকল্প সভাপতি উজ্জল হোসেন প্রথমে ইউনিয়ন পরিষদে এসে বক্তব্য দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তালবাহানা শুরু করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তিনি বক্তব্য না দেওয়ায় সাংবাদিক সবুজ হোসেন বের হওয়ার চেষ্টা করলে ইউপি সদস্য ইমরান সরকার লিটন জোরপূর্বক তার পকেটে ৫০০ টাকার একটি নোট (সিরিয়াল নং: গ চ ৫৯৬১৩৯১) ঢুকিয়ে দেন। ঘটনাটি ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক সবুজ হোসেন বলেন, এটি স্পষ্টভাবে ঘুষ দেওয়ার চেষ্টা। আমি কখনো অনৈতিক সুবিধা গ্রহণ করিনি এবং করবও না ইনশাআল্লাহ। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীরা আছেন—প্রয়োজনে তদন্তের সময় তাঁদের উপস্থিত করা হবে।

তিনি আরও বলেন,এই আচরণের মাধ্যমে সাংবাদিকতার কাজে বাধা সৃষ্টি করা হয়েছে, পাশাপাশি ঘুষ প্রদানের মতো একটি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে।

তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সচেতন মহল বলছেন,ইউনিয়ন পরিষদের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকের প্রতি এমন আচরণ লজ্জাজনক ও নিন্দনীয়। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মুঠোফোনে বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat