×
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৩৬৮ বার পঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে কর্তৃপক্ষ। তবে মুল দোকান গুলো উচ্ছেদ না করে ভ্রা মান দোকান সড়িয়ে দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শিল্পাঞ্চল মাষ্টারবাড়ি, সিডষ্টোর ও ভালুকা বাসষ্ট্যান্ড এলাকায় ওই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে উপজেলার ভালুকা বাসষ্ট্যান্ড, সিডষ্টোর বাজার ও মাষ্টারবাড়ি বাজার এলাকায় কতিপয় প্রভাবশালী লোকেরা অবৈধভাবে শত শত দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আর এসব অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে ভালুকার ওই তিনটি স্থানে যানযটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় যানবাহনে চলাচলরত যাত্রী ও পথচারীদের। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান হলেও তা লোক দেখানো বলে স্থানীয়দের অভিযোগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাক্কারুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে আসন্ন ঈদের কারণে ভ্রা মাণ কিছু দোকান সড়িয়ে অভিযান সমাপ্ত করা হয়। এ সময় ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল ও ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ (দক্ষিণ) সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাক্কারুল ইসলাম জানান, ঈদের জন্য মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশে আপাতত উচ্ছেদ করা হচ্ছেনা। তবে, ঈদে দুরপাল্লার যানবাহন নির্বিগ্নে চলাচলের জন্য মহাসড়কের উপর ভ্রা মান দোকানগুলো সড়িয়ে দেয়া হয়েছে। ঈদের পর মহাসড়কের পাশে গড়ে উঠা দোকানপাট সড়িয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat