×
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ১২৮ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা,এসো, এসো এসো হে বৈশাখ, এসো, এসো এ স্লোগানকে ধারণ করে  বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে লামা বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। 

পরে হলরুমে আলোচনা সভা ও ঐতিহ্য সংম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। 

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দুই ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম তমিজ উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা পঃপঃ কর্মকর্তা জুবাইয়া বেগম সহ প্রমূখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat