স্বাধীনবাংলা, বাউফল প্রতিনিধিঃ
বাউফলের দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (19 অক্টোবর) পটুয়াখালীর জজ আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২4 মে পৌর শহরের ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন দুপুরে স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাবেক চীফ হুইপ ও স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ সমর্থিত কর্মী তাপস আহত হয়। তাকে প্রথমে বাউফল হাসপাতালে নেয়া হয় সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।
এ ঘটনায় তাপসের ভাই পংকজ কুমার দাস বাদী হয়ে বাউফল থানায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে আসামি করে 35 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জাহাঙ্গীর হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। গত রবিবার ছয় সপ্তাহ সময় পার হলে সোমবার 19 অক্টোবর জাহাঙ্গীর হোসেন পটুয়াখালীর জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।