×
  • প্রকাশিত : ২০২৪-১২-০৬
  • ১৫৬ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)

কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী উপজেলার আওয়ামীলীগ পরিবারের সন্তান আনোয়ার হোসেনের অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের সংবাদ প্রচার করায় দুইজন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৮ নভেম্বর মামলা দায়ের করে অপকর্মের হোতা আনোয়ার হোসেন।

উল্ল্যেখ্য- ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের হুচার বালা গ্রামের বাসিন্দা আ: সাত্তার সহ গ্রামবাসী আনোয়ার হোসেনের অপকর্মে অতিষ্ঠ হয়ে পরিত্রানের আশায় গত ৯ নভেম্বর ২০২৪ তারিখ ভুরুঙ্গামারী তে একটি মানব বন্ধন করেন।সেই মানব বন্ধনের খবর প্রচার না করার জন্য দুস্কৃতিকারী  আনোয়ার হোসেন বিভিন্ন ভাবে সাংবাদিকদের হুমকি ধামকি দেয়ার ফলে অধিকাংশ সাংবাদিক অযাচিত ঝামেলা এড়াতে সংবাদ প্রচারে বিরত থাকেন।
কিন্তু দুইজন সাংবাদিক এই সংবাদ প্রচার করেন।একজন এশিয়ান টেলিভিশন উত্তর ও দৈনিক দিনকাল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম (শফি) অপরজন দিগন্ত টেলিভিশনের সাবেক নিউজরুম সহকারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও আনন্দবাজার  নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি বাবুল জামান।

এ সংবাদ প্রচারের পর থেকেই আনোয়ার হোসেন এ দুজনকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে।এক পর্যায়ে গত ২৮ নভেম্বর সাংবাদিক দ্বয় কে আসামী করে রংপুর জজ কোর্টে এভিডেভিড করে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

 এ ঘটনায় এলাকার সাংবাদিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।মো: ওমর ফারুক,নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি দৈনিক সোনালী কণ্ঠ বলেন- এ ঘটনা সাংবাদিক মহলের সংবাদ প্রচারের স্বাধীনতা কে হরণ করার সামিল।তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলেন,দ্রুত যথাযথ তদন্ত স্বাপেক্ষে এই মিথ্যা মামলা খারিজ করে যথাযথ আইন বিভাগ সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বাধীনতাকে সমূন্নত রাখতে ভুমিকা রাখবে এটাই কাম্য।

মামলায় বর্ণিত সাংবাদিক দ্বয় জানান,আমাদের সামাজিক মর্যাদা ও সংবাদ প্রকাশের স্বাধীনতা হরণ করতেই তার এই মিথ্যা মামলা।আমরা আইন গত ভাবেই এর মোকাবিলা করবো।

উল্ল্যেখ্য- মামলার বাদী আনোয়ার হোসেন নিজেকে ভুয়া নিউজ পত্র ক্রাইম তালাশ প্রতিদিন এর ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে দাবী করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat