×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান   বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২ টা ০১ মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধা  নিবেদন করেন জেলা  প্রশাসক হাছিনা বেগম  এর নেতৃত্বে  জামালপুর জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা মৌসুমি খানম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য রাজনৈতিক  ও সামাজিক  সাংস্কৃতিক  সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। জামালপুর প্রেস ক্লাব সহ জামালপুর  এর  অন্যান্য  প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করে। 


শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন  আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন -প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, জামালপুর জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, দপ্তর সম্পাদক মো. আহসান হাবীব সুমন। 

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, “শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ স্বাধীন একটি দেশে বাস করছি। তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ই-প্রেস ক্লাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাবো।”

এই দিনটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে প্রতিটি প্রতিষ্ঠান ও সংগঠন একযোগে অংশ নেয়। সবাই একসাথে বলেন, “এই দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়, যা বাঙালির স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তারা সকলেই শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করে বলেন “এই দিনটি আমাদের জন্য জাতীয় গৌরবের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।”

অনুষ্ঠানের মাধ্যমে ই-প্রেস ক্লাব, বেকার সমাজ কল্যাণ সংস্থা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনা আরও উজ্জীবিত করার অঙ্গীকার করেন এবং নতুন প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসটি উদযাপন করা হয়। দিনটি বাঙালির স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

ই-প্রেস ক্লাব ও বেকার সমাজ কল্যাণ সংস্থা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র এ আয়োজন মুক্তিযুদ্ধের সকল শহিদদের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat