×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৬৭ বার পঠিত
অভিনব প্রতারণায় এক প্রতারক শয়তানের নিঃশ্বাসে এক গরীব বৃদ্ধ মহিলার সোনার গহনা সহ নগদ অর্থ ২০হাজার টাকা নিয়ে যায়।

 শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়ার গাজীর ব্রিজ সংলগ্ন জলিল হাওলাদারের বাড়িতে আজ আনুমানিক বেলা ১১.১০ মিনিটের সময় অপরিচিত এক লোক বাড়িতে আসে।

 অপরিচিত ঐ লোক বাড়িতে এসে জলিল হাওলাদারের স্ত্রী বেগমের সাথে আধ্যাত্মিক রকমের ধর্মীয় চিকিৎসার কথা বলে। এরপর জলিল হাওলাদারের স্ত্রী মালা বেগমকে বিভিন্ন ধরনের মন্ত্র তন্ত্রের মাধ্যমে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণের গহনা যা আছে তা দ্বিগুণ হবে এই প্রলোভন দেখায় ও জলিল হাওলাদারের নাতি আয়শা আক্তার ও বউ মালা বেগমের ভাইয়ের পায়ের যে রোগ আছে তা ভালো হবে। এই কথা বলে জলিল হাওলাদারের স্ত্রীর সামনে কাগজ ও টাকা পুড়িয়ে তাকে অচেতন করে।

অচেতন করা অবস্থায় তার কাছে যা চাওয়া হয় জলিল হাওলাদার স্ত্রী তাকে সবকিছু দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর জলিল হাওলাদারের নাতিকে গোসল করে করতে পাঠায়। গোসল করে ঘরে আসলে দেখে তার দাদি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই জলিল হাওলাদারের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। তখন তিনি স্বর্ণের গহনা ও নগদ টাকার খোঁজ করলে ওই ব্যক্তি সহ আর খুঁজে পান না।

 কিছুক্ষণ পর বুঝতে পারেন ওই ব্যক্তি সবকিছু নিয়ে চলে গেছে। তার সবকিছু হারিয়ে জলিল হাওলাদারের স্ত্রী চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। জলিল হাওলাদারের বউয়ের অর্থসহ স্বর্ণের গহনা প্রতরনা করে প্রতারক নিয়ে যাওয়ার ব্যাপারে শরণখোলা থানায় অভিযোগ করা হলে

 শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর উজ্জলকে পাঠিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat