×
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ৫৪ বার পঠিত
বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা

ঢাকা মহাসড়ক  পুলিশ টাউন হাইওয়ে রোডে এম্বুলেন্স ও পরিবহন এর সংঘর্ষ হয়। গতকাল আনুমানিক রাত ৩ টার পরে ব্যাংক টাউন এলাকা হাইওয়ে রোড পাড়ি দিলেও পুলিশ টাউন এলাকা পারি দেওয়া সম্ভব হয়নি দুটি গাড়ির। কর্নফুলি ব্রীজ পাড় হয়ে পুলিশ টাউন এলাকায় আসার পথে রাজফুলবাড়িয়া  প্রথম কাটায় এম্বুলেন্স ও পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে এম্বুলেন্স এর  সেলেনডার ভাষটো হয়ে পরিবহন সহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।  অগ্নিকাণ্ডে এম্বুলেন্স ও পরিবহন এর আহত ও নিহতের কোন সংবাদ পাওয়া যায় নি। পরিবহনের স্টোর বক্সে  আনুমানিক ৫০ টির বেশি পশু জাতের ছাগল নিহত । অগ্নিকাণ্ডে  দুটি পরিবহনের মধ্যে এম্বুলেন্স টি কোন হসপিটালের এবং তার  নাম্বার পাওয়া যায় নি।  অগ্নিকাণ্ডে মুছে গেছে পরিবহনের  চিহ্ন পাওয়া গেছে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো- ব ১৫৮৩-৩০। হাইওয়ে রোডে থাকা ছিছি ক্যামেরায় দেখা যেতে পারে  পরিবহনের গায়ে থাকা নাম কি ছিল। কোথা থেকে যাএা শুরু হয়েছিল পরিবহন বাসটির যে ঢাকা গ্রামী রওনা হলেও ফেরা হয়নি তার গন্তব্যে। একমাএ ছিছি ক্যামেরার তথ্য বলতে পারবে  অগ্নিকাণ্ডের আসল ঘটনা কি । কিভাবে হলো অগ্নিকান্ডের সূএপাত।  এই অগ্নিকান্ডের কত জন নিহত ও আহত তা রয়েছে এখনো অজানা। মধ্যরাতের এই  অগ্নিকান্ডের ঘটনা  নিয়ে তদন্ত করবে  হাইওয়ে থানা পুলিশ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat