×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ৬৯ বার পঠিত
বান্দরবান প্রতিবেদকঃ
বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে  এক নারী দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। 

১৩ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এঘটনা ঘটে। 
গুলিবিদ্ধ নারী উমে প্রু মারমা (২৮) বান্দরবান পৌরসভা এলাকার রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী। রুমেল তঞ্চঙ্গ্যা থানচি উপজেলায় জীপ গাড়ীর চালক। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় উমে প্রু মারমা(২৮) বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করেন কয়েকদিন আগে বাবার বাড়ী রোয়াংছড়ি -রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা খবর পেয়ে তাকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। 

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান তিনি  সকাল সাড়ে ৭টায় শুনেছেন ৮নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারীকে  বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে  হয়তো তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।  কে বা কারা গুলি করেছে এলাকাবাসী নিশ্চিত নয় বলে জানান তিনি ।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক(এসআই) শুভ্র মুকুল চৌধুরী স্থানীয়দের বরাতে নিশ্চিত করে দৈনিক সোনালী কন্ঠকে বলেন, একজন নারীর  গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat