ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে কর্নেল গোলাম রাব্বানী সীমান্ত এলাকার জনগণকে সচেতন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, "আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই। কাজেরও অভাব নেই। আমাদের উচিত চোরাকারবারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং আলোর পথে ফিরে আসা।"
তিনি আরও বলেন, "ওপার থেকে মাদক বাংলাদেশে আনবো না। চোরাকারবারী কার্যক্রম সীমান্ত ও এর আশপাশের এলাকায় বন্ধ করতে হবে। সকলকে সচেতন হয়ে নিজেদের ও দেশের কল্যাণে কাজ করতে হবে।"
এরপর তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতার্তদের মুখে হাসি ফোটাতে বিজিবি’র এই উদ্যোগ প্রশংসিত হয়। সীমান্ত এলাকার দরিদ্র জনগণের জন্য এমন সহায়তা তাদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "শীতার্ত মানুষদের জন্য এমন মানবিক সহায়তা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের সচেতনতার জন্য কর্নেল সাহেবের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় মাদক, চোরাকারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তাদের অভিযান চলবে।
এ জাতীয় আরো খবর..