মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলায় নৌবাহিনীর হাতে ইয়াবাসহ রমজান আলী রনি (৩৫) নামের এক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজিপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রমজান আলী রনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, রনি পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন। তিনি মাদক সেবনকারী বা ক্রেতাদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। টাকা না দিলে ডিবি পুলিশের ভয় দেখিয়ে বা তাদের হাতে তুলে দেওয়ার হুমকি দিতেন। তার এমন প্রতারণার শিকার হয়েছেন অনেকেই।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রনি একজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল। তিনি বিভিন্ন সময় পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন। আটক রনি ও জব্দ করা ইয়াবা ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..