×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ৬৮ বার পঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বুকে পিস্তল ঠেকিয়ে এনজিওকর্মীর টাকা লুটের ঘটনায় চার ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।


কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক।


মামলা চলাকালে জামিন নিয়ে তারা পলাতক থাকায় মঙ্গলবার তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

মামলার বরাত দিয়ে এপিপি হাদী বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামের সদস্যদের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।

দুপুরে সেই টাকাসহ ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা তিনটি মোটরসাইকেলে নিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে আশরাফুলকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।


এ সময় আশরাফুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। পরে এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা করা হয়।


দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন বলে জানান এই আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat