×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ৫৬ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালি নদীর বুরুঙ্গা এলাকায় নদীরপাড় কেটে অবৈধভাবে বালু  উত্তোলনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

  বৃহস্প্রতিবার  (১৬ জানুয়ারি) বিকালে   নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

 এ সময় চেল্লাখালী  নদীর বুরুঙ্গা এলাকায় নদীর  পাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে 
 বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ৭ জনকে কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে ৫ জনকে ৬ মাস করে ও ২ জনকে ৩ মাসের বিনাশ্রম  কারাদন্ড দেয়া হয়।


দন্ডপ্রাপ্তরা হচ্ছে, নালিতাবাড়ী উপজেলার  রাজনগর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে  
 মবিনুর আলম(৩৬) রাজনগর, নন্নী গ্রামের ইয়াজুল হকের ছেলে মো: বিল্লাল হোসেন (৪২), চাঁদগাঁও গ্রামের সুরুজ্জামানের ছেলে,  নজরুল ইসলাম(৩৮) ,নন্নী গ্রামের আব্দুল মজিদের ছেলে  হাসমত আলী (৪৫),

শেরপুর সদর উপজেলার কালিরবাজার এলাকার ময়না চন্দ্র দাসের ছেলে  
 সুরেশ চন্দ্র দাস (৪০), চাঁদগাও গ্রামের ইউসুব আলীর  শাজাহান(৩৫) ,আন্ধারুপাড়া গ্রামের পনেলের ছেলে  অনিল (৩২)

 এ অভিযোগে ১২ টি বালু উত্তোলনযন্ত্র  ড্রেজার মেশিন অপসারণ, ৯ টি টাওয়ারসহ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন  সরঞ্জামাদি অপসারণ ও ধ্বংস করা হয়। এ অভিযানে মধুটিলা  রেঞ্জ কর্মকর্তা মো, রফিকুল ইসলাম, সমশ্চুড়া বিট কর্মকর্তা মো, কাউছার হোসেনসহ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বনবিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার, গ্রাম পুলিশ, এসিল্যান্ড ও ইউ এনও অফিসের স্টাফবৃন্দ  অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat