×
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১৭৬ বার পঠিত
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর ইন্দুরকানী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওঃ আলী হোসেন, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, আরও বক্তব্য দেন ইন্দুরকানী সদর ইউনিয়ন আমীর মাওঃ খয়রুল বাশার, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জাকির হোসেনসহ অনেকে। 

বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে জামায়াতে ইসলামীর দাবিগুলো বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। এ কর্মসূচিতে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat