×
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ১১৮ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

শরীয়তপুর প্রতিনিধি

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরসেনসাস এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরসেনসাস এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।

অভিযান শেষে ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি বলেন, “আমাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat