×
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ২৫ বার পঠিত

পঞ্চগড়, প্রতিনিধি;

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নিজ জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপির লংমার্চ চলাকালে তেঁতুলতলায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। 

সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ জনগণ, আর মাঝখান দিয়ে ফায়দা লুটেছে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। 

এসময় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর বড় গলায় কথা বলতে দেওয়া হবে না।

এর আগে দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠে থেকে শুরু হওয়া লংমার্চটি সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা ইউনিয়ন হয়ে তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান ইউনিয়ন হয়ে বিকেলে তেঁতুলিয়া উপজেলা সদরে পৌঁছায়।

সেখানে নেতাকর্মীদের নিয়ে দুপুরে অংশ নেন সারজিস আলম। পরে সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভায় বক্তব্য রাখেন তিনি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat