মানিকগঞ্জ প্রতিনিধি ;
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজারের মাছ বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ উঠেছে। জানা গেছে, অনেক দোকানদার হলুদ রঙের লাইট ব্যবহার করে মাছ বিক্রি করছেন, যাতে মাছগুলো তাজা ও আকর্ষণীয় দেখায়।
প্রতিদিন শত শত ক্রেতা এখানে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে আসেন। কিন্তু ক্রেতাদের অভিযোগ, বাজারে যেসব মাছ চকচকে ও তাজা মনে হয়, বাড়িতে নিয়ে এলে তার রঙ ও মান একেবারে ভিন্ন দেখা যায়।
এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজারে মাছটা একরকম দেখি, কিন্তু বাড়িতে নিয়ে গেলে দেখি রঙ একেবারে বদলে যায়। এখন বুঝি এই লাইটের কারসাজি।”
বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সবাই এখন এই হলুদ লাইট ব্যবহার করছেন। এক দোকানদার বলেন, “সবাইই লাগিয়েছে, আমি না লাগালে ক্রেতা আসে না।” আবার কেউ কেউ স্বীকার করেছেন, এই আলোয় মাছের রঙ কিছুটা পরিবর্তিত দেখা যায়।
বাজারের প্রবীণ এক ব্যবসায়ী জানান, “আগে ভোক্তা অধিদপ্তর নিয়মিত আসতো, তখন সবাই ভয় পেত। এখন আর কেউ আসে না, তাই যার যেমন ইচ্ছা সে তেমন করছে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন ক্রেতারা। তাদের মতে, এই ধরনের প্রতারণা শুধু নৈতিক অপরাধই নয়, এটি ভোক্তা অধিকার আইনেরও লঙ্ঘন।
মানিকগঞ্জের নাগরিক সমাজের দাবি — বাজার ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি ও ভোক্তা অধিদপ্তরের অভিযান বাড়াতে হবে, যেন অসাধু ব্যবসায়ীরা আইনের আওতায় আসে এবং সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার না হন।
এ জাতীয় আরো খবর..