বিলাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় আজ (মঙ্গলবার) স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে নিহত হয়েছেন গৃহবধূ লতা মার্মা (৩৬)। প্রায় তিন ঘণ্টা নিখোঁজ থাকার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কেংড়াছড়ি পূর্ব পাড়ার শামুকছড়ি (৪নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী লতা মার্মা (পিতা: প্রভাত চন্দ্র মার্মা) আনুমানিক সকাল ৮:২০ ঘটিকায় ভাসুরের এক শিশু ছাত্রকে নিয়ে বাজার যাওয়ার পথে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে মাথা ঘুরে পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের তল্লাশিতে প্রায় ১১:২০ ঘটিকায় তাঁর মরদেহ উদ্ধার হয়।
নিহত লতা মার্মা তাঁর স্বামী এবং তিন সন্তান—রিংকি (১৫), রিপন (১১) ও রোসমি (২ বছর ৬ মাস)—কে রেখে গেলেন।
স্ত্রীর এমন করুণ পরিণতিতে স্বামী মিলন কান্তি চাকমা এবং তাঁর শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে স্বামী মিলন কান্তি বলছিলেন, "আমার ছোট দুধের শিশুটি মা হারা হলো!"
বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ নুরুদ্দিন জানিয়েছেন, এটি স্বাভাবিক (পানিতে ডুবে) মৃত্যু। বিলাইছড়ি থানার কর্মকর্তা মানস বড়ুয়াও ঘটনাটি নিশ্চিত করেছেন। তিন সন্তানের জননী লতা মার্মার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।