×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (হাবিবুল্লাহ মীর)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এই জঘন্য ঘটনাটি ঘটেছে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার মহিউদ্দিন মার্কেটের পিছনের একটি পরিত্যক্ত ফাঁকা জায়গা সংলগ্ন কলাবাগানে।
​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বৃদ্ধ নুরুল ইসলাম কৌশলে শিশুটিকে প্রলুব্ধ করে। শিশুটির পরিবারের অভিযোগ, দুপুরে নির্জন ওই কলাবাগানে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা, রাসেল মিয়া, দ্রুত রূপগঞ্জ থানায় গিয়ে অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা  দায়ের করেন। মামলার এজাহারে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলা দায়েরের পরই আমরা আসামিকে দ্রুততম সময়ে গ্রেফতারের জন্য অভিযান শুরু করি। আসামি নুরুল ইসলাম ধর্ষণের পর থেকেই পলাতক ছিলেন এবং বারবার স্থান পরিবর্তন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
​ওসি আরও বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটিকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat