চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি রাত ৮:০০ টা থেকে ১ :০০ টা অবধি বোয়ালখালী থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মোঃ হেলাল উদ্দিন , কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন রোভার স্কাউটস লিডার জনাব হেলাল উদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু এর দিকনির্দেশনায় এবং কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী ওনাদের ও সিনিয়র রোভার মেট সুদীপ্ত দাশ এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পূর্ণ হল।
সার্বিক সহযোগিতায় : আল আলফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পিএলসি। ( বোয়ালখালী শাখা)
সহযোগিতা করেছেন রনি বিশ্বাস স্যার মহোদয়, রানু মজুমদার দাদা - মজুমদার কম্পিউটার ইনস্টিটিউট
সহযোগিতা করেছেন শ্রম দিয়ে.. রোভার আতিক, রোভার তৌহিদুল ইসলাম নোমান, রোভার ফয়সাল চৌধুরী, রোভার সালমান, রোভার ফায়াদ, রোভার সাইফুল হাসান নিরব, রোভার জারিফ ফয়সাল, রোভার মো: ইয়াছিন, রোভার আনিসুল, /গার্ল ইন রোভার, আয়েশা আকতার, খুশি, নওরীন
চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার পাভেল ভাইয়া এু কাউন্সিল সভাপতি আবদুর রহমান খাঁন।
এ জাতীয় আরো খবর..