×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ৭৭১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ সদস্যের নাম গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শামসকে সাধারণ সম্পাদক করা হয়। 
কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন দৈনিক সোনালী কণ্ঠের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ শাহীন।
বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়া তানভীর আহমেদ শাহীন বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বি জে ইউ) নামে ১৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এই কমিটি  গণমাধ্যম কর্মীদের আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমাকে মনোনিত করায় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই নতুন দায়িত্বে আমি অত্যন্ত সম্মানিত এবং কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের দর্পণ হিসেবে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সর্বদা সোচ্চার। এই পথে অনেক চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা রয়েছে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সম্মিলিত কণ্ঠস্বরই পারে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে। আমি আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat