×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ৫৩৫ বার পঠিত

জাহিদ হাসান টিপু, শরীয়তপুর ;


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সকল বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক ও ওষুধ ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার সহ স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বৈধ কাগজপত্র ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ, সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম ও আইনের আওতায় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সভায় বক্তারা বলেন, এই ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
সভা শেষে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ব্যবসায়ীরা এবং প্রশাসনের কাছে তাদের সমস্যার কথাও তুলে ধরেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat