×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ৮৫ বার পঠিত

এম সাহাবউদ্দিন সাবু 
জেলা প্রতিনিধি, বরগুনা।

আজ ঘোষণা হয়, বরগুনা সদর উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এডহক কমিটি। 
সভাপতি নির্বাচিত হলেন আমানউল্লাহ আমান। বরগুনা  সদর উপজেলার পরীরখাল গ্রামেরই কৃত সন্তান এই আমানউল্লাহ আমান।
 ২০০৫ সনে এই পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় থেকেই প্রসংশিত ফলাফল নিয়ে এসএসসি পাস করেন, পরে ঢাকায় চলে যান উচ্চ শিক্ষার জন্য।

 রাজনৈতিক ভাবে বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল তার প্রানপ্রিয় সংগঠন। 
ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া চলাকালিন  সময়ে নেতৃত্ব পান বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের। কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করায়
বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের এক জন আস্থাভাজন রাজনৈতিক ব্যাক্তি এই তুখর ছাত্রনেতা।  বর্তমানে  কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শৈরাচার হাসিনা সরকারের ক্ষমতাকালীন সময় জেল-জুলুম সহ বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের স্বীকার হন এই মজলুম ছাত্রনেতা আমানউল্লাহ আমান। তাকে পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় খুসীর জোয়ারে ভাষছে এলাকার মানুষ। বিগত বছরে এই বিদ্যালয় ছিলো একটা শৈরাচারের আস্তানা স্বরুপ। যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা প্রতিষ্ঠান ছিলো একটা দুর্নীতির আস্তানা।   কমিটি ও প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নামে, দালালী দুর্নীতির ফাদ ছিলো এই পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার নামে ছিলো শুধুই সাইনবোর্ড। ছিলোনা কোন জবাবদিহি। আমানউল্লাহ আমান কে সভাপতি নির্বাচিত করে, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এবং মেধাবী ছাত্রদের মেধার বিকাশ ঘটাতে নতুন এক অগ্রযাত্রার শুরু হবে বলে মনে করেন স্থানীয় অভিবাবকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat