×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৬০ বার পঠিত
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি

*বিষয়ঃ বিলাইছড়ি উপজেলায় বাজার এলাকায়  বাঙালি ব্যক্তি পাহাড়ি মহিলাকে জাল টাকার  দেওয়ায়  ব্যবসায়ী আটক হওয়া প্রসঙ্গে।

*১। ঘটনার বিবরণঃ*

অদ্য ১১ ফেব্রুয়ারি ২০২৫ইং  তারিখে দুপুর ১২:০০ ঘটিকার সময় বিলাইছড়ি উপজেলা বাজার এলাকায় স্থানীয় জনসাধারণ কর্তৃক ( মোঃ সাগর পিতাঃ মৃত শাহ আলম), সাংঃ কেচিয়া, পোস্টঃ হেয়াকো, উপজেলাঃ ফটিকছড়ি, চট্টগ্রাম। 

উক্ত ব্যাক্তির নামের একজন জাল টাকার ব্যবসায়ীকে আটক করেন। ঘটনা সূত্রে জানা যায় বর্ণিত ব্যক্তি ( যুদ্ধাবতী চাকমা, স্বামী শুভময় চাকমা, সাংঃ বালাছড়া, বিলাইছড়ি রাঙ্গামাটি) নামের একজন কাঁচা ব্যবসায়ী নিকট হতে পরপর তিনবার জাল টাকার নোট দিয়ে বাজার করেন এবং জাল টাকা বুঝতে পেরে স্থানীয় জনসাধারণের মাধ্যমে উক্ত জাল টাকার ব্যবসায়ীকে আটক করেন। 

বিলাইছড়ি থানার পুলিশের প্রতিনিধির নিকট আটককৃত ব্যক্তি কে হস্তান্তর করেন। পুলিশ বর্ণিত ঘটনাস্থলে ১ হাজার টাকার নোট ছিড়ে পানিতে ফেলে দেয় এবং উক্ত  ব্যক্তিকে তল্লাশি করে ১ হাজার টাকার ২টি জাল নোট পায়।  উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat