×
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ২৬ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ;

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি নগদ টাকা! ঘটনাটি জানাজানি হতেই এলাকায় দেখা দিয়েছে চরম চাঞ্চল্য ও বিস্ময়।

স্থানীয় সূত্রে জানা যায়, দলাগাঁও গ্রামের নাসির মিয়া (৬৫) নামের ওই ভিক্ষুক দীর্ঘদিন ধরে গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। গত ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। পরদিন পরিবারের সদস্যরা তার কুঁড়েঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরোনো বস্তা দেখতে পান।
কৌতূহলবশত বস্তাটি খুলে দেখা যায়—ভেতরে ঠাসা গুচ্ছ গুচ্ছ টাকার নোট! পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে মোট পাওয়া যায় ২ লাখ ২৪ হাজার টাকা।
গ্রামজুড়ে এখন নানা আলোচনা—কেউ বলছেন, জীবনের দীর্ঘ সময় ধরে ভিক্ষা ও সাহায্যের টাকা অল্প অল্প করে জমিয়েছিলেন নাসির মিয়া। আবার কেউ মনে করছেন, তিনি হয়তো কাউকে বিশ্বাস না করে সেই টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নাসির মিয়া ছিলেন অতি সৎ ও মিতব্যয়ী মানুষ। প্রতিবেশীরা বিস্ময় প্রকাশ করে বলছেন, “এত টাকা ঘরে রেখেছিলেন, অথচ কেউ জানতোই না!”
বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি সত্যিই অবিশ্বাস্য। একজন ভিক্ষুকের ঘরে এমন পরিমাণ টাকা পাওয়া পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে।”
বর্তমানে দলাগাঁও গ্রামজুড়ে চায়ের টেবিল থেকে বাজার—সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন, “ভিক্ষুক নাসির মিয়া—তিনি আসলে কতটা সঞ্চয়ী ছিলেন?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat