×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৯ বার পঠিত

নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে একাট্টা এনসিপি। দলটি বলছে, শাপলা প্রতীক না পেলে এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি না সেটি নিয়েও ভাববে এনসিপি। এমনকি ‘ইলেকশন কমিশনের বিকল্প আছে, শাপলার কোনো বিকল্প নেই’ বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা।

আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা উঠে আসে। আখতার আহমেদ বলেন, ‘আমরা একটা চিঠি দিয়েছি উনাদেরকে যে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানাবেন। যদি না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।’

তবে প্রতীক বরাদ্দের বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘ইসি কোনো ব্যাখ্যা না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা বার বার বলেছি জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিত। বরং অদৃশ্য শক্তির সাথে যোগসাজশে এনসিপিকে প্রতীক থেকে বঞ্চিত করার পাঁয়তারা দেখিয়েছে ইসি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat