চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম সাজিদ।
গতকাল (১৩ অক্টোবর) উপজেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত ইউনিয়ন কমিটিতে সাজিদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে আজ (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং স্বজ্ঞানে ওই পদ থেকে পদত্যাগ করছেন।
সাজিদ বলেন,
"আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে এবং স্বজ্ঞানে ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের ঘোষিত কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করছি। আমি আর এ কমিটির অংশ হতে আগ্রহী নই। আজকের মধ্যেই উপজেলা ছাত্রদল বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র প্রদান করবো।"
এখন পর্যন্ত উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তার পদত্যাগ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।