মোঃ হযরত আলী রানা, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের প্লাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থা। ১৯৮২ ইং থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাতা লাখো সাংবাদিকের আইডল সাংবাদিক সমাজের পথ প্রদর্শক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির উদ্যোগে মরহুম সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে জয়দেবপুর রোড তৃপ্তি ম্যানশন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির
সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ তাইজুলের সঞ্চালনায় গাজীপুর জেলা কমিটির সভাপতি
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া প্রতিষ্ঠাতা সভাপতি ইউটিএসওবি (UTSOB)
মাহবুব আল হাসান।
অনুষ্ঠানে মুহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ, তার সাংবাদিকতার অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনগুলো কার্যক্রম দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
সাংবাদিকরা জাতির আয়না। একজন সৎ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজের অন্যায়, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে জাতিকে সত্যের পথে এগিয়ে নেয়।
তিনি আরও বলেন, মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ছিলেন একজন প্রবীণ, সৎ, নীতিবান ও নির্ভীক সাংবাদিক। দেশের সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন,
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির ও অন্যান্যদের অংশগ্রহণ ও অনুষ্ঠান সফল করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যে মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবন ও সাংবাদিকতার সংগ্রামী ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মরহুম আলতাব হোসেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
এ জাতীয় আরো খবর..