স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর মঙ্গলবার ২০২৫ খ্রীস্টাব্দ বেলা ৩ ঘটীকায় জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামে সদর উপজেলা তাঁতী দলের উদ্যোগে অত্র এলাকার ১১জন হতদরিদ্রের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিউর রহমান সফি, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখা, মোঃ রহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখা, মোহাম্মদ মোকছেদুর রহমান হারুন,সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখা।
জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, জামালপুর জেলা শাখা। মোঃ সোলায়মান কবির,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, জামালপুর সদর উপজেলা শাখা এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইমামুল হাসান
সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, জামালপুর সদর উপজেলা শাখা।
টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২নং শরিফপুর ইউনিয়ন বি এনপির সহ সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক ও সাধারণ সম্পাদক নুর ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদুল হক, শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম খান, সদস্য সচীব হারেস আকন্দ প্রমুখ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে তাঁতীদলের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন আৃরা মানুষের জন্য কাজ করি, এখন আমাদের সামর্থ্য কম তাই কম পরিমানে সহযোগিতা করা হয়েছে, আপনারা জানেন জামালপুর পৌরসভার পরপর ৩ বার মেয়র ছিলাম সে সময় পৌরসভার যথেষ্ট উন্নয়ন করেছি। আমরা দেখতে পাচ্ছি শরিফপুর ইউনিয়নের রাস্তার বেহাল। বিগত আওয়ামী লীগ এর আমলে এখানে রাস্তা ঘাটের কোনো উন্নয়ন হয়নি। তবে সুযোগ এসেছে সামনে ২০২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন আর আমি যদি এমপি হই তাহলে ইনশাআল্লাহ আপনাদের এলাকার উন্নয়ন করবো। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ জাতীয় আরো খবর..