সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
দেশজুড়ে মাওবাদী দমন অভিযান " ঐতিহাসিক সাফল্য" অজনের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার {১৭ অক্টোবর ) রাতে এনডিটিভি ওয়াল্ড সামিট ২০২৫ এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় ৩০৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, তাঁর সরকার দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং রক্তপাতের যে দীঘ ইতিহাস, তা শেষ করার প্রয়াস চলছে। মোদি বলেন, " গত ৫০- ৫৫ বছরে হাজার হাজার মানুষ মাওবাদী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। এই নকশালরা স্কুল হাসপাতাল গড়তে দিত না, চিকিৎসকরা যাতে গ্রামে যেতে না পারেন, তার জন্য হামলা চালাত, প্রতিষ্ঠান উড়িয়ে দিত। মাওবাদী সন্ত্রাস যুব সমাজের প্রতি এক ভয়ংকর অন্যায় ছিল। তিনি আরও যোগ করেন, " আমি বহুবার ভিতরে ভিতরে ক্ষুব্ধ হতাম। আজ প্রথমবার সেই বেদনা আমি প্রকাশ করছি। আন্তর্জাতিক এই পরিসরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভ্রান্তপথে যাওয়া তরুণদের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে, এবং এখন সেই প্রচেষ্টার ফল দেশবাসী দেখছে।