সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ
ভারতের আসামরাজ্যের কাছাড় জেলার কালাইন এলাকায় ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয় জনসাধারণ ও পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করছিল। শনিবার (১৮ অক্টোবর )কালাইন এলাকায় সন্দেহজনক চলাফেরা করার সময় স্থানীয়রা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করেছে যে, কয়েক বছর আগে তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ১২ বছর ধরে তারা হায়দরাবাদে শ্রমিকের কাজ করছিল। সম্প্রতি ভারতে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কড়া অভিযানের কারণে তারা হায়দরাবাদ থেকে পালিয়ে আসে রেলপথে বদরপূর হয়ে কালাইনে এসে পৌঁছায় তাঁরা। স্থানীয় কিছু দালানের সহায়তা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা। তবে এর আগেই স্থানীয়দের তৎপরতায় তাদের আটক সম্ভব হয়।