×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ৬৬ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলায় গভীর রাতে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির সময় চিহ্নিত মাদক কারবারি সো. সুজন গাজীকে (৩০) গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া এলাকার মো. আকাব্বর গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় বরগুনা গোয়েন্দা পুলিশের নজরদারিতে রাখা হয় তাকে। আজ মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইটবাড়িয়া বঁধুঠাকুরানী এলাকায় পৌঁছে কেনা-বেচার সময় তাকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম বলেন, মাদক কারবারিরা শীত মৌসুমে মধ্যরাত থেকে ভোর হওয়া পর্যন্ত মাদক কেনাবেচার সময় হিসেবে নির্ধারণ করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করি।
তিনি আরও বলেন, সুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলা দায়ের হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat