সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
নতুন বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক শ্রমিকের। রবিবার (১৯ অক্টোবর )বিকেলে আসামরাজ্যের শ্রীভূমি জেলার রাতাবাড়ির বাজারঘাট এলাকায় সংগঠিত হয় হৃদয়বিদারক ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সামাদ উদ্দিন (৩০) নামে শ্রমিকের। তাঁর বাড়ি রাতাবাড়ির পাতিয়ালা গ্রামে। জানা যায়, রাতাবাড়ির বাজারঘাট এলাকায় নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। তাঁরা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ করছিলেন। সে সময় খুঁটির উপর উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ ভেঙে পড়ে পাকার খুঁটি। এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাল দরিদ্র শ্রমিক সামাদ উদ্দিন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তাঁর স্ত্রী সহ ২ শিশু সন্তান। ঘটনার উপযুক্ত তদন্ত সহ বরাতপ্রাপ্ত সংস্থা ও সরকারের তরফে ওই দরিদ্র পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগন সহ সচেতন মহল।