সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি ;
ভারতের আসামরাজ্যের কাছাড় জেলার কাটিগড়ার কোয়াটারে আত্মঘাতী হলেন ব্যাটেলিয়ানের এক ল্যান্সনায়েক। নিজ সাভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ষষ্ঠ এপি ব্যাটেলিয়নের ল্যান্সনায়েক রুপুল বমণ। জানা যায়, তিনি কাছাড়ের পশ্চিম কাটিগড়ার সেকেন্ড লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে কমরত ছিলেন। শুক্রবার (১০ অক্টোবর ) দুপুর ১টা ৩০ মিনিটে মহাদেবপুরের ব্যারাকে রুপুল বমণ নিজের সাভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালান। সহকমীরা ছুটে এসে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪১ বছর। তিনি কাছাড়জেলার বড়খলার বাসিন্দা বলে জানা গেছে। ্কি কারনে তিনি আত্মঘাতী হয়েছেন, এব্যাপার কিছুই জানা যায়নি।
এ জাতীয় আরো খবর..