মানিকগঞ্জ প্রতিনিধি ;
মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে আসন্ন নির্বাচনী প্রচারণা সফল করার লক্ষ্যে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়, মানরা, মানিকগঞ্জ সদর-এ।
সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল কাদের, সভাপতি জেলা শ্রমিক দল মানিকগঞ্জ,
এবং সভা সঞ্চালনা করেন জনাব আব্দুর রাজ্জাক লিটন, সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল মানিকগঞ্জ।
আয়োজনে ছিল মানিকগঞ্জ জেলা শ্রমিক দল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
১. মোহাম্মদ সাকয়াত হোসেন
২. মোঃ সিদ্দিক হোসেন
৩. মোঃ শামীম হোসেন
৪. মোঃ আনোয়ার হোসেন
৫. আবুল হোসেন
৬. মোঃ মিজানুর রহমান
৭. আবুল কাশেম
৮. আব্দুল মালেক
এছাড়াও জেলার অন্যান্য নেতাকর্মী ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ভোট চাইতে হলে আমাদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে—সুন্দরভাবে, আন্তরিকভাবে ভোট চাইতে হবে। শ্রমিক দলের প্রতিটি নেতা-কর্মী যেন জনগণের আস্থার প্রতীক হয়, সেটাই আমাদের লক্ষ্য। সভায় বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের জন্য শ্রমিক দল মাঠে থাকবে জনগণের পাশে, এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করবে।
এ জাতীয় আরো খবর..