সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি ;
ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহর সাবরুমে ৬৫ বছর রয়সি এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করল পুলিশ। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় রবিবার (১২ অক্টোবর ) ধরা পড়লেন ওই পাকিস্তানি মহিলা। জানা যায়, ধৃত মহিলা নেপালে নেশা সংক্রান্ত মামলায় ১৫ বছরের জেল হয়। কিন্তু সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করেন। গ্রেফতারকৃত পাকিস্তানি মহিলার নাম সাহিনা পারভিন। পুলিশ সূত্রে প্রকাশ, ওই মহিলা একাধিকবার নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছেন। এনিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।