×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ২৯ বার পঠিত
প্রণয় দাশ গুপ্ত শিমুল, চট্টগ্রাম 


ঢাকসু ও জাকসুর পর এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রায় তিন যুগ পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সাজসজ্জায় সেজে উঠেছে পাহাড়তলীর সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে পুরো ক্যাম্পাসে নিরাপত্তার বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বিজয়ের আশায় সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিফলেট, পোস্টার, ফটোকার্ডে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ক্যান্টিন, ট্রেনের বগি, ক্লাসরুম, কিংবা আবাসিক হল—সব জায়গায়ই চলছে নির্বাচনী প্রচারণা।

শেষ দিনে প্রার্থীরা ‘ওয়ান বাই ওয়ান থিওরি’ প্রয়োগ করে ভোটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। নানা প্রতিশ্রুতি, ইশতেহার ও আকর্ষণীয় প্রচারে জমে উঠেছে নির্বাচনপূর্ব পরিবেশ। কেউ সংগীত, কেউ নাটিকা, কেউ কবিতা কিংবা মুখাভিনয়ের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কলা ও মানববিদ্যা, সমাজবিজ্ঞান অনুষদসহ বিভিন্ন পয়েন্টে ভিপি ও জিএস প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। ছাত্রদল, সাধারণ ছাত্রসমাজ ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিল পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র গণপরিবহন ‘শাটল ট্রেন’ও পরিণত হয়েছে নির্বাচনী প্রচারের প্রধান মাধ্যম হিসেবে। ট্রেনের বগিতে প্রার্থীদের নানা রকম স্লোগান, গান ও প্রচারণা যেন যুক্ত করেছে নতুন রঙ।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস। অনেকের মতে, তারা এমন নেতৃত্ব চান যারা রাজনৈতিক দলের স্বার্থ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে।

এদিকে, নির্বাচন কমিশন ও প্রশাসন প্রস্তুত নির্বাচনের জন্য। সন্ধ্যার পর থেকে বাইরের কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে—সে লক্ষ্যে বাড়ানো হয়েছে নজরদারি। রাতভর প্রশাসনের কড়া পাহারায় ভোরে শুরু হবে ভোটগ্রহণ।

সব প্রার্থীই আশা করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এখন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুনছে শুধু অপেক্ষার প্রহর—কে হবেন শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের কান্ডারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat